সাবরিনা ফেরদৌস
CSE (IU), PhD (Lordz)
সাব্বির মাহফুজ খান
B.Arch (KU), MSc.HS (KU)
আপনি হয়তো একজন দোকানদার, উদ্যোক্তা, হোমমেকার, কনটেন্ট ক্রিয়েটর বা ফ্রিল্যান্সার।
আপনি হয়তো পোস্ট করেন, কারণ:
– প্রোডাক্ট বিক্রি করতে হয়
– নিজের কাজ দেখাতে হয়
– সোশ্যাল মিডিয়ায় উপস্থিত থাকতে হয়
– অথবা শুধু নিয়ম করে কিছু শেয়ার করতে ভালো লাগে
কিন্তু একটা সময় আপনি নিজেই চিন্তা করেন —
“এতবার আলাদা করে পোস্ট দিতে দিতে আমি ক্লান্ত…”
“একই জিনিস প্রতিদিন করতে করতে বিরক্ত…”
“সময় কোথায়, যখন সবকিছু নিজে করতে হয়?”
– Dropbox-এ ছবি রাখুন
– Facebook পেজে নিজে নিজে পোস্ট হবে
Hi, আমি একজন আর্কিটেক্ট
ঘর, অফিস, ইন্টেরিয়র ডিজাইন করছি নিয়ম করে।
কিন্তু ডিজাইন যতই করতাম, একটা ব্যাপারে আটকে যেতাম —
সেই ডিজাইনগুলো নিয়ম করে পোস্ট করা।
সময় নিয়ে পোস্ট করতে যেতাম…
👉 Facebook খুললেই চোখ চলে যেত অন্য পোস্টে
👉 Instagram এ ঢুকেই হারিয়ে যেতাম রিলসের জগতে
👉 পোস্ট করতেই ভুলে যেতাম কেন ঢুকেছিলাম
সময় গুলো যেত।
আর কাজগুলো থেকেও যেত ফোল্ডারে আটকে।
ঠিক সেদিনই আমার জীবনে ফোনে একটা ছোট্ট আড্ডা,একটু পরামর্শ সব বদলে দেয়।
কথা বলছিলাম আমার ছোট বোনের সাথে। সে Phd করতে দেশের বাইরে আছে। AI & Machine Learning নিয়ে ওর রিসার্চ গুলো করছে।আমি একদিন ওকে বললাম:
“আমি প্রায়ই পোস্ট করতে গিয়ে টাইমলাইনে হারিয়ে যাই।
সময় থাকে না, কাজও হয় না।”
সে শুধু একটা প্রশ্ন করলো — “তুই এখনও নিজে হাতে সব করিস?”
আমি বললাম, “তুই তো এসব বুঝিস আমি না পারি কোডিং না, না জানি প্রোগ্রামিং
আমি তো আর IT – CSE – র লোক না।”
সে হেসে বললো —
“ভাইয়া, বেসিক অটোমেশন শিখতে প্রোগ্রামার হতে হয় না।
তুই তোর একটা ফোল্ডারে ছবি গুলো রাখবি, সেখান থেকেই অটোমেটিক সব পোস্ট হতে থাকবে –
তুই ঘুমিয়ে থাকলেও। সময় নিয়েও ভাবতে হবেনা তোর”
আমি প্রথমে বিশ্বাস করিনি।
কিন্তু যখন সে আমাকে শেখালো,
কীভাবে Canva দিয়ে বানানো Quote Instagram-এ পোস্ট হয় নিজে নিজে,
কীভাবে Dropbox থেকে ছবি যায় Facebook পেজে—
“তুই কোড শিখতে আসিস নি। তুই আর্কিটেক্ট —ডিজাইনে সময় দেয়াটাই তোর আসল কাজ।
প্রতিদিন বসে বসে পোস্ট করলে ইন্টেরিওর, বিল্ডিং ডিজাইন এর কি হবে?”
এই কথাটাই আমাকে নাড়া দিলো। আমি বুঝলাম,
এটা মোটেও কোনো টেকনিক্যাল জিনিস না—বরং একটা প্র্যাকটিক্যাল সমাধান
আমি জানি আপনি হয়তো ভাবছেন,
“এইটা আমার জন্য না। আমি টেক-ব্যাকগ্রাউন্ডের না। আমি এসব বুঝি না।”
আমিও একসময় ঠিক এই কথাটাই ভেবেছিলাম।
আমি কোনো CSE স্টুডেন্ট না,
IT নিয়ে কখনও পড়িওনি।
আমি একজন আর্কিটেক্ট —
আমার কাজ হলো স্কেচ করা, ডিজাইন করা, প্রেজেন্টেশন বানানো।
আমার আগের রুটিনটা ছিল এমন —
📤 পোস্ট দিতে বসতাম
⏳ টাইমলাইনে ঢুকে এক ঘণ্টা হারিয়ে যেত
🧠 মাথায় চাপ, রুটিন ভেঙে যেত
আর এখন?
✅ ছবি রাখি Dropbox-এ — Facebook পেজে গিয়ে বসে
✅ Canva দিয়ে বানানো quote — Instagram-এ ঠিক সময়ে পোস্ট হয়
✅ আমি সময় পাই ক্লায়েন্ট মিটিং, ডিজাইন, আর নিজের মানসিক শান্তির জন্য আমি এখন আর
সোশ্যাল মিডিয়ার কনটেন্ট লোডের নিচে চাপা পড়ি না।
তারপরও আমি এটা করতে পেরেছি। আমার দরকার ছিল এটা জানা
এটাকোন কোর্স না, এটা আমার সময় বাঁচানোর উপায়।
আমি না কোড শিখেছি,
না কোনো প্রোগ্রামিং সফটওয়্যার ঘাটতে হয়েছে।
আমি শুধু কিছু সহজ সিস্টেম শিখেছি,
যেগুলো আমার অনুপস্থিতিতে আমার কাজ করে।
আর এইটুকুই আমি আপনাকে দেখাতে চাই।
– Canva দিয়ে quote ডিজাইন
– Instagram-এ ঠিক সময়ে caption-সহ অটো-পোস্ট
– Dropbox-এ ছবি রাখুন
– Facebook পেজে নিজে নিজে পোস্ট হবে
– একটা জায়গা থেকে দুই জায়গায় পোস্ট
– আর বারবার একই কাজ আপনাকে করতে হবে না
এইটা তো কেবল শুরু।
আমি এখনো শিখছি…
আর আমি ঠিক করেছি,
যেটা নিজের কাজে লাগছে,
সেটা আমি অন্যদের হাতেও তুলে দেবো — একদম সহজ ভাষায়।